স্মার্টফোন গরম হয়ে যাচ্ছে জানুন কারণ ও প্রতিকার

একটানা যখন অনেক সময় ধরে আমরা স্মার্টফোন ব্যবহার করি তখন আমাদের মোবাইল গরম হয়ে যায়। আজকের পোষ্ট এ আমরা জানার চেষ্টা করব স্মার্টফোন গরম হয়ে যাচ্ছে কেন তার কারণ ও প্রতিকার নিয়ে। মোবাইল ফোন গরম হয়ে যাচ্ছে তার কারণ ও প্রতিকার জানা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আমরা নিজেই আমাদের ফোন গরম হয়ে যাওয়া প্রতিরোধ করতে পারব। চলুন আর দেরি না করে শুরু করে আজকের পোস্ট স্মার্টফোন গরম হয়ে যাচ্ছে জানুন কারণ ও প্রতিকার সম্পর্কে। 
স্মার্টফোন-গরম-হয়ে-যাচ্ছে-জানুন-কারণ-ও-প্রতিকার
আজকের পোস্টে আরো যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো : চার্জ দিলে মোবাইল গরম হয় কেন, মোবাইল হঠাৎ বন্ধ হয়ে যায় কেন, আইফোন গরম হওয়ার কারণে প্রতিকার, স্মার্টফোন গরম না হওয়ার উপায়, আমাদের ফোনের তাপমাত্রা কত জানবো কিভাবে ইত্যাদি।

পোস্ট সূচিপত্র : স্মার্টফোন গরম হয়ে যাচ্ছে জানুন কারণ ও প্রতিকার 

চার্জ দিলে মোবাইল গরম হয় কেন

চার্জ দিলে মোবাইল গরম হয় কেন? আপনারা অনেকেই বলে থাকেন বা জিজ্ঞাসা করে থাকেন যে চার্জ দিলে মোবাইল কেন গরম হয়। এই বিষয়ে বিস্তারিত জানতে নিচের পোস্টটি সম্পন্ন পড়ুন। মোবাইল চার্জ দেওয়ার সময় গরম হওয়ার প্রধান কারণ হলো বৈদ্যুতিক প্রবাহ ও তার সাথে সম্পর্কিত তাপ উৎপন্ন হওয়া। চার্জিং এর সময় ব্যাটারীতে শক্তি সঞ্চিত হয়, যা তাপ তৈরি করে। মোবাইল গরম হওয়ার আরো কয়েকটি সাধারণ কারণ :

  • বাতাস চলাচলের অভাব : মোবাইল চার্জ দেওয়ার সময় যদি সেটা এমন জায়গায় রাখা হয় যেখানে বাতাসের চলাচল কম থাকে তাহলে তা সহজে গরম হতে পারে। 
  • ফাস্ট চার্জিং : অনেক ফাস্ট চার্জার অধিক শক্তি প্রদান করে, যা তাপমাত্রা দাঁড়িয়ে দেয়। এতে স্মার্টফোন তাড়াতাড়ি গরম হয়ে যায়। 
  • ব্যাকগ্রাউন্ড অ্যাপ চালু থাকা : যদি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ চালু থাকে, বিশেষ কইরা ভারী অ্যাপ (গেমিং, ভিডিও ইত্যাদি) তাহলে প্রসেসর বেশি কাজ করে এবং অতিরিক্ত তাপ তৈরি করে। 
  • ব্যাটারির অবস্থা : পুরনো বা ক্ষতিগ্রস্ত ব্যাটারি ও চার্জ দেওয়ার সময় গরম হতে পারে। 
  • চার্জারের মান : নিম্নমানের বাডিফেকটিভ চার্জার ব্যবহার করলে মোবাইলে অতিরিক্ত গরম হতে পারে। 
  • বিদ্যুৎ প্রবাহ : চার্জ দেওয়ার সময় ব্যাটারিতে বিদ্যুৎ প্রবাহিত হয়, যা একটি রাসায়নিক পথিক্রিয়ার মাধ্যমে শক্তি সঞ্চয় করে। এই প্রক্রিয়ায় কিছু পরিমাণ তার উৎপন্ন হয়, যা ফোন গরম হওয়ার কারণ হতে পারে। 
  • পরিবেশের তাপমাত্রা : যদি আশেপাশের তাপমাত্রা বেশি হয়, তাহলে চার্জ দেওয়ার সময় মোবাইল আরো বেশি গরম হতে পারে। 
এই কারণে মোবাইল গরম হওয়াটা বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক। তবে যদি ফোন অতিরিক্ত গরম হয় বা চার্জের গতি কমে যায়, তাহলে ভালো মানের চার্জার ব্যবহার করা এবং ফোনের ব্যাটারির অবস্থা পরীক্ষা করা উচিত। 

মোবাইল হঠাৎ বন্ধ হয়ে যায় 

কেন হঠাৎ বন্ধ হয়ে যায় আমাদের মোবাইল ফোন? এক মুহূর্ত আগে ফোন ঠিকভাবে চলছিল, পরের মুহূর্তে হঠাৎ কালো পর্দা! কেন এমন হয়? কখনো কি ভেবে দেখেছেন? আসুন জেনে নিই কি কি কারণে আমাদের মোবাইল ফোন হঠাৎ বন্ধ হয়ে যায় এবং কিভাবে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। 

১। ব্যাটারি সংক্রান্ত সমস্যা : মোবাইল ফোনের হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার একটি সাধারণ কারণ হলো ব্যাটারি সংক্রান্ত সমস্যা। অনেক সময় পুরনো বা দুর্বল ব্যাটারি মোবাইল ফোনকে সঠিকভাবে চালাতে অক্ষম হয়। ব্যাটারি দুর্বল হলে এটি পর্যাপ্ত শক্তি সরবরাহ করতে পারে না, ফলে মোবাইল হঠাৎ বন্ধ হয়ে যায়। এ সমস্যা সমাধানের জন্য ব্যাটারি পরীক্ষা করা এবং যদি প্রয়োজন হয় নতুন ব্যাটারি প্রতিস্থাপন করা উচিত। 

২। ওভারহিটিং : ফোন বেশি গরম হলে এটি হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। ওভারহিটিং এর কারণে ফোনের সিস্টেম সক্রিয়ভাবে ডিভাইসটি বন্ধ করে দেয়, যাতে হার্ডওয়ার ক্ষতিগ্রস্ত না হয়। সাধারণত অতিরিক্ত গেম খেলা, উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যাপস চালানো, অথবা দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করার ফলে এই সমস্যা হতে পারে। এর সমাধান হিসেবে ফোনের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলা উচিত এবং ব্যবহারের মাঝে কিছু সময় বিরতি দেওয়া ভালো। 

৩। সফটওয়্যার গ্লিচ :  কখনো কখনো মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম বা ইনস্টল করা অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে কোন ত্রুটি থাকলে ফোন হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ফোনের অপারেটিং সিস্টেম আপডেট করা, ও নিরাপদ বা অসামঞ্জস্যপূর্ণ অ্যাপ গুলো আনইন্সটল করা এবং ফোনকে রিস্টার্ট করা কার্যকর সমাধান হতে পারে। 

৪। ভাইরাস বা ম্যালওয়্যার আক্রমণ : মোবাইল ফোনে ভাইরাস বা ম্যালওয়্যার প্রবেশ করলে এটি বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে, যার মাধ্যমে ফোন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া অন্যতম। অবাঞ্চিত বা সন্দেহজনক এপ্লিকেশন ডাউনলোড করা এ সমস্যার কারণ হতে পারে। এ ধরনের আক্রমণ থেকে ফোনকে রক্ষা করতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা এবং শুধুমাত্র নিরাপদ উৎস থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত। 

৫। হার্ডওয়্যার ত্রুটি : যদি ফোনের কোন অভ্যন্তরের হার্ডওয়্যার ত্রুটি থাকে, যেমন প্রসেসর, মেমোরি, অথবা অন্য কোন কোম্পনেন্ট ত্রুটিপূর্ণ হয় ফোন বন্ধ হয়ে যেতে পারে। এ ধরনের সমস্যার ক্ষেত্রে, ফোনের সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে হার্ডওয়্যার পরীক্ষা করা উচিত। পেশাদার টেকনিশিয়ানরা সমস্যা সনাক্তকরণ সমাধান করতে পারেন। 

৬। মেমোরি বা স্টলের সমস্যা : ফোনের মেমোরি পূর্ণ হয়ে গেলে বা স্তরের সীমা অতিক্রম করলে ফোনের কার্যক্ষমতা কমে যায় এবং ফোন হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। ফোনের স্টোরেজ এবং র্যাম পরিষ্কার রাখা, অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা এবং স্টোরেজের জন্য ক্লাউড সার্ভিস ব্যবহার করা ভালো। 

মোবাইল ফোন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বিরক্তকর হতে পারে, তবে উপরে উল্লেখিত কারণ গুলো খতিয়ে দেখলে সহজে সমস্যার সমাধান করা সম্ভব। প্রথমে সহজ উপায়গুলোর চেষ্টা করে দেখা উচিত, যেমন ব্যাটারি পরীক্ষা করা, সফটওয়্যার আপডেট করা বা রিস্টার্ট করা। যদি সমস্যা সমাধান না হয়, তবে পেশাদার সাহায্য নেওয়া শ্রেয়। 

আইফোন গরম হওয়ার কারণ ও প্রতিকার 

আমরা অনেকে আইফোন ব্যবহার করি। কিন্তু অনেক সময় দেখা যায়, আমাদের আইফোনটা হঠাৎ করে গরম হয়ে যায়। কেন এমন হয়, তা নিয়ে অনেকেই জানতে ইচ্ছুক। আসলে আইফোন গরম হওয়ার পেছনে অনেকগুলো কারণ হতে পারে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো : 
আইফোন-গরম-হওয়ার-কারণ ও-প্রতিকার

কেন এখন গরম হয়? 

আইফোন গরম হওয়ার বেশ কয়েকটি সাধারণ কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো অতিরিক্ত প্রসেসিং চাপ, অর্থাৎ যখন ফন্টে একসাথে অনেক এম বা ফিচার চালায়, তখন এর প্রসেসর বেশি কাজ করে এবং ফোনটি গরম হতে শুরু করে। বিশেষ করে গেম খেলা, ভিডিও এডিটিং, বা ভারী অ্যাপ ব্যবহারের সময় এই সমস্যা দেখা যায়। এছাড়া, চার্জ দেওয়ার সময় ও আইফোন কিছুটা গরম হতে পারে, বিশেষ করে যদি ফোনটি ব্যবহার করা হয়। 

অপর্যাপ্ত ভেন্টিলেশন গরম হওয়ার আরেকটি কারণ হতে পারে। যদি ফোনটি সরাসরি সূর্যের আলোতে থাকে অথবা এমন কোন স্থানে রাখা যায় যেখানে তাপ জমে, তবে তা অতিরিক্ত গরম হতে পারে। এছাড়া কোনো সফটওয়্যার বা অ্যাপের বাগ থাকলে ফোন অতিরিক্ত শক্তি ব্যবহার করতে পারে, যা গরম হওয়ার আরেকটি কারণ। 

কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো আসুন এবার সেটা জানি। 

১। চার্জিং চলাকালীন ফোনটি  গরম হতে পারে তাই তখন ফোন ব্যবহার না করাই ভালো। 

২। অনেক অ্যাপ চালানো থেকে বিরত থাকুন, বিশেষ করে যেগুলো ফোনে প্রসেসর এর ওপর বেশি চাপ ফেলে। 

৩। সরাসরি সূর্যের আলোতে ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং ফোনটি ঠান্ডা স্থানে রাখার চেষ্টা করুন। 

৪। আইফোনের সফটওয়্যার নিয়মিত আপডেট রাখা গুরুত্বপূর্ণ, কারণ এতে অনেক বাগ ফিক্স করা হয় যা ফোনের কর্মক্ষমতাকে প্রভাবিত করতে পারে। 

আশা করি এই প্রতিকারগুলো আপনার আইফোন গরম হওয়ার সমস্যা সমাধানে সাহায্য করবে। ধন্যবাদ। 

স্মার্টফোন গরম না হওয়ার উপায়

আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি তাই না? কিন্তু অনেক সময় ফোনটা এত গরম হয়ে যায় যে ধরে রাখাও কষ্টকর হয়ে যায়। এই সমস্যা থেকে আপনি কি মুক্তি পেতে চান? চিন্তার কিছু নেই, আজকে আমি আপনাদেরকে এমন কিছু উপায় বলবো, যা আপনাদের স্মার্টফোনকে ঠান্ডা রাখতে সাহায্য করবে।

১। ফোনে একসঙ্গে অনেক অ্যাপ খোলা থাকলে প্রসেসরকে অতিরিক্ত কাজ করতে হয়, যা ফোন গরম হওয়ার অন্যতম কারণ। অপ্রয়োজনে অ্যাপগুলো বন্ধ রাখুন এবং ব্যাকগ্রাউন্ডে চলে নিয়মিত ভাবে ক্লিয়ার করে দিন। বিশেষ করে গেমিং বা ভারী অ্যাপ ব্যবহার করার সময় শুধুমাত্র প্রয়োজনীয় অ্যাপ চালু রাখুন। 

২। ফোনের উজ্জ্বলতা খুব বেশি রাখলে তা দ্রুত গরম হতে পারে। সুতরাং অটোমেটিক ব্রাইটনেস অপশন চালু রাখুন অথবা ম্যানুয়ালি কমিয়ে নিন। এছাড়া ফিচার গুলির মধ্যে যেগুলো আপনি ব্যবহার করছেন না, যেমন ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস সেগুলো বন্ধ রাখুন। এগুলো বন্ধ রাখলে ফোনে প্রসেসর ও ব্যাটারির উপর চাপ কমবে এবং ফোন কম গরম হবে। 

৩। সময় চার্জে রেখে দিলে ব্যবহার না করলে অতিরিক্ত গরম হতে পারে। ফোন সম্পূর্ণ চার্জ হয়ে গেলে চার্জার খুলে ফেলুন এবং ১০০% চার্জ হওয়ার জন্য অপেক্ষা না করে প্রায় ৮০-৯০% চার্জ হয়ে গেলে চার্জ বন্ধ করুন। এছাড়া সঠিক গভমেন্টের চার্জার ব্যবহার করা গুরুত্বপূর্ণ। 

৪। ফোনের সফটওয়্যার নিয়মিত আপডেট করা হলে পারফরম্যান্স ভালো থাকে এবং ফোন কম গরম হয়। এছাড়া দীর্ঘ সময় ফোন চালু থাকলে তার সিস্টেম ধীর হয়ে যেতে পারে। তাই মাঝে মাঝে ফোন রিস্টার্ট করলে সিস্টেমের চাপ কমে এবং ফোন ঠান্ডা থাকে। 

৫। ফোনের কভার যদি সঠিকভাবে তাপ প্রভাবিত না হতে দেয় ফোন খুব দ্রুত গরম হতে পারে। তাই হালকা ও ভেন্টিলেশন সুবিধা যুক্ত কভার ব্যবহার করুন, যা তাপ নুঃসরণে সহায়তা করবে। 

৬। খুব গরম বা রোদে ফোন ব্যবহার করা থেকেও বিরত থাকতে হবে। উচ্চ তাপমাত্রায় ফোনের হার্ডওয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে, যা ফোনকে আরো বেশি গরম করে তুলবে। প্রয়োজন হলে ছায়ার বা ঠান্ডা জায়গায় ফোন ব্যবহার করুন। 

এই উপায় গুলো মেনে চললে আপনার ফোন গরম হওয়ার প্রবণতা অনেকাংশে কমে যাবে এবং এর কর্ম ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে। 

আমাদের ফোনের তাপমাত্রা কত জানবো কিভাবে 

আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি। কিন্তু আমরা জানিনা কিভাবে আমাদের ফোনের তাপমাত্রা জানবো। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনি আপনার ফোনের তাপমাত্রা জানতে চাইলে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারেন। কিছু স্মার্টফোন সরাসরি ডিভাইসের সেটিং বা ডায়াগনস্টিক মেনুর মাধ্যমে তাপমাত্রা দেখতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে থার্ড-পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে। নিচে কয়েকটি পদ্ধতি দেওয়া হল :  

১। ফোনের ডায়াগনস্টিক মেনু ব্যবহার করে : কিছু এন্ড্রয়েড ফোনের জন্য ডায়াগনস্টিক মেনুতে ফোনের তাপমাত্রার তথ্য পাওয়া যায়। এটি অ্যাক্সেস করতে পারেন নিচের কোডটি ফোনের ডায়ালারে লিখে : 

  • Dial code : *#*#4636#*#*
  • এরপর ফোন ইনফরমেশন, ব্যাটারি ইনফরমেশন ইত্যাদি দেখতে পাবেন। সেখান থেকে ব্যাটারির তাপমাত্রা দেখতে পারবেন। 
২। থার্ড-পার্টি অ্যাড ব্যবহার করে : 

  • CPU-Z : এটি একটি জনপ্রিয় অ্যাপ, যা ফোনের হার্ডওয়ার, প্রসেসর তাপমাত্রার তথ্য দেয়। 
  • AIDA64 : এই অ্যাপটিও ফোনের সিস্টেম সম্পর্কিত বিভিন্ন তথ্য সহ তাপমাত্রা তথ্য দেয়। 
  • Cooling Master : এই অ্যাপ ফোনের তাপমাত্রা মনিটর করে এবং ওভারহেটিং হলে কুলিংয়ের ব্যবস্থা করে। 
৩। সেটিংস এর মাধ্যমে (কিছু ফোনে) : কিছু স্মার্টফোনে যেমন (শাওমি বা ওয়ান প্লাস) ফোনের সেটিংস মেনুর ব্যাটারি সেকশনে গিয়া সরাসরি ব্যাটারির তাপমাত্রা দেখতে পারেন।

আপনার ফোনের তাপমাত্রা জানা দরকার হলে এ পদ্ধতি গুলো অনুসরণ করতে পারেন। 

ডাটা চালু করলে মোবাইল গরম হয় কেন 

আমরা সবাই জানি, আমাদের স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু মাঝে মাঝে দেখা যায়, ডাটা চালু করে কিছুক্ষণ ইন্টারনেট ব্রাউজ করলেই ফোনটা গরম হয়ে ওঠে। কেন এমন হয়? আসুন জেনে নিই। 
ডাটা-চালু-করলে-মোবাইল-গরম-হয়-কেন

১। ডাটা চালু হলে মোবাইলের প্রসেসর বিভিন্ন অ্যাপ্লিকেশন ও সেবার সঙ্গে নেটওয়ার্ক সংযোগ স্থাপন করতে শুরু করে যেমন সোশ্যাল মিডিয়া, ইমেইল, ক্লাউড সার্ভিস ইত্যাদি। নেটওয়ার্ক সংযোগ ও প্রসেসিং মোবাইলের প্রসেসর কে ব্যস্ত করে তোলে যার ফলে ডিভাইস গরম হতে পারে। 

২। যখন মোবাইল দুর্বল নেটওয়ার্ক সিগাল পায় তখন সেটি নেটওয়ার্কের সঙ্গে শক্তিশালী সংযোগ রাখতে বেশি কাজ করে যা প্রসেসর এবং ব্যাটারির উভয়ের উপর চাপ ফেলে। এর ফলস্বরূপ মোবাইলের তাপমাত্রা বেড়ে যায়। 

৩। অনেক সময় ডাটা চালু থাকলে বিভিন্ন অ্যাপ ব্যাকগ্রাউন্ডের চলতে শুরু করে এবং ইন্টারনেট ব্যবহার করতে থাকে। এতে প্রসেসর অতিরিক্ত লোড পায় যা ডিভাইস গরম করার একটি কারণ। 

৪। ভিডিও স্ট্রিমিং, বড় ফাইল ডাউনলোড বা আপলোড, গেমিং ইত্যাদি মোবাইল ডাটা ব্যবহারের সময় বেশি প্রসেসিং এবং ব্যাটারি ড্রেন হয় যার ডিভাইসে গরম করতে পারে। 

৫। মোবাইল ডাটা চালু থাকলে ব্যাটারি দ্রুত খরচ হয়। বেশি ব্যাটারি ব্যবহারও ডিভাইস গরম করার একটি কারণ হতে পারে। 

এই কারণে মোবাইল ডাটা চালু রাখার সময় একটু সতর্কতা অবলম্বন করলে, যেমন ব্যাকগ্রাউন্ড বন্ধ রাখা, ফাস্ট চার্জার ব্যবহার না করা, তাহলে মোবাইল গরম হওয়ার কিছুটা কমানো যেতে পারে। 

স্মার্টফোন গরম হয়ে যাচ্ছে জানুন কারণ ও প্রতিকার 

আপনার মোবাইল ফোন গরম হয়ে যাচ্ছে? আপনি জানতে চাচ্ছেন তার কারণ ও প্রতিকার? তাহলে এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে আমরা আলোচনা করব স্মার্টফোন গরম হয়ে যাচ্ছে কেন কারণ ও প্রতিকার নিয়ে। চলুন শুরু করা যাক.....

কারণসমূহ :

১। দীর্ঘ সময় ধরে গেম খেলা, ভিডিও দেখা বা ভারী অ্যাড ব্যবহার করলে ফোনের প্রসেসর বেশি কাজ করতে হয় যা তাপ না করে। 

২। কিছু অ্যাপস ব্যাকগ্রাউন্ডের চলতে থাকে যা ফোনের রিসোর্স ব্যবহার করে এবং তাপ সৃষ্টি করে। 

৩। কিছু ক্ষতিকর সফটওয়্যার ফোনের কার্যক্ষমতা কে প্রভাবিত করে এবং অতিরিক্ত তাপ উৎপন্ন করে। 

৪। ব্যাটারির সমস্যা যেমন সেল ফেটে যাওয়া বা দুর্বল চার্জিং, ও ফোনের গরম হওয়ার কারন হতে পারে। 

প্রতিকার :

১। ফোন ব্যবহার কমান এবং কিছুক্ষণ বিরতি নিন। 

২। অপ্রয়োজনীয় অ্যাপস বন্ধ করুন এবং ব্যাকগ্রাউন্ড প্রসেস চেক করুন। 

৩। ভাইরাস স্ক্যান করার জন্য একটি ভালো অ্যান্টিভাইরাস অ্যাপ ইন্সটল করুন। 

৪। ব্যাটারি এবং হার্ডওয়্যারের অবস্থা পরীক্ষা করুন এবং প্রয়োজনে সার্ভিস সেন্টারে নিয়ে যান। 

এই বিষয়গুলো মেনে চললে আপনার ফোন গরম হওয়ার সমস্যাগুলো সহজে এড়ানো সম্ভব। ছোট ছোট  অভ্যাস পরিবর্তন করলে ফোন ভালোভাবে কাজ করবে এবং আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। 

শেষ কথা : স্মার্টফোন গরম হয়ে যাচ্ছে জানুন কারণ ও প্রতিকার 

প্রিয় বন্ধুরা, উপরে আমরা আলোচনা করেছি স্মার্টফোন গরম হয়ে যাচ্ছে তার কারণ ও প্রতিকার সম্পর্কে। আশা করি আপনারা উপরের সব বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে। আশা করি ভবিষ্যতে স্মার্টফোন আর এত সহজে গরম হবে না। ওপরে টিপসগুলো মেনে চললে আপনার ফোনকে ঠান্ডা রাখতে পারবেন। 

এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এবং এরকম আর্টিকেল যদি আরো পড়তে চান তাহলে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করুন। আমরা আমাদের ওয়েবসাইটে নিয়মিত এই ধরনের আর্টিকেল প্রকাশ করে থাকি। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জানার উপায় ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url